Tuesday, 21 August 2018


রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি ? ব্যাখ্যা কর ।

চিত্রের উদাহরণের সাহায্যে রাসায়নিক বন্ধন গঠনের বিষয়টি ব্যাখ্যা কর যাক -
লিথিয়াম পরমাণু যোজ্যতা স্তরের একটি ইলেকট্রন বর্জন করে হিলিয়ামের স্থায়ী দুই-এর (duplet) এবং ফ্লোরিন পরমাণু যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে নিয়নের যোজ্যতা স্তরের স্থায়ী অষ্টক (octet) বিন্যাস লাভ করবে  অর্থাৎ -
রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হল:-
নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো লাভের প্রবণতা
নিম্নতম স্থিতিশক্তি অর্জনের প্রবণতা

No comments:

Post a Comment